Minar – Dur (দূর) Lyrics
Minar – Dur (দূর) Lyrics
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে
একমুঠো ভালবাসা কুড়িয়ে ছিনিয়ে
আনতে হবে
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে
একমুঠো ভালবাসা কুড়িয়ে ছিনিয়ে
আনতে হবে
ওহ ওহ ওহহ
অনেক অনেক বাঁধা পেরিয়ে সামনের পথে
এগিয়ে যেতে হবে
দু: খগুলো লুকিয়ে রেখে
নতুন এক পৃথিবী গড়ে তুলতে হবে
অনেক অনেক বাঁধা পেরিয়ে সামনের পথে
এগিয়ে যেতে হবে
দু: খগুলো লুকিয়ে রেখে
নতুন এক পৃথিবী গড়তে হবে
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে
একমুঠো ভালবাসা কুড়িয়ে ছিনিয়ে
আনতে হবে
দূর, বহুদূর
যেতে হবে, যেতে হবে।
Song Info:
Song : Dur
Singer: Minar
Lyrics & Tune: Minar
Tags: Minar – Dur (দূর) Lyrics, Minar – Dur Lyrics, Minar – দূর Lyrics, Dur Mp3 Audio, Minar Lyrics, দূর, Dur Audio Lyrics, দূর Lyrics, Dur, দূর
No comments