Tor Moner Pinjiray (তোর মনের পিঞ্জিরায়) Lyrics
Tor Moner Pinjiray (তোর মনের পিঞ্জিরায়) Lyrics
যার কারনে ছাড়লাম আমি জগৎ ও সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন
নিঃদয়া তুই পাষাণ বন্ধু, এতো রে কঠিন
যার কারনে ছাড়লাম আমি জগৎ ও সংসার
তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার
আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন
নিঃদয়া তুই পাষাণ বন্ধু, এতো রে কঠিন
তোর মনের পিঞ্জিরায়, তুই কারে দিলি ঠায়,
কারে এত করলি আপন পর করে আমায়।
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসব ঠিকেই নিতে তোর খোঁজ
তোর মনের পিঞ্জিরায়, তুই কারে দিলি ঠায়,
কারে এত করলি আপন পর করে আমায়।
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসব ঠিকেই নিতে তোর খোঁজ
জ্বলে নেভে জোনাকি, দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি, কেমনে থাকি ভাল
এ ভরা জোছনায় তুই কার পাশে
কার বুকেতে মাথা রাখিস, কারে ভালবেসে
জ্বলে নেভে জোনাকি, দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি, কেমনে থাকি ভাল
এ ভরা জোছনায় তুই কার পাশে
কার বুকেতে মাথা রাখিস, কারে ভালবেসে
তোর মনের পিঞ্জিরায়, তুই কারে দিলি ঠায়,
কারে এত করলি আপন পর করে আমায়।
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসব ঠিকেই নিতে তোর খোঁজ
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই
রোজ হাশরে চাইবো তরে, খোদার খাজানায়
তখন যদি হায় তরে না পাই
নিজের জিবন বৃথা ভাববো, করার কিছুই নাই
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই
রোজ হাশরে চাইবো তরে, খোদার খাজানায়
তখন যদি হায় তরে না পাই
নিজের জিবন বৃথা ভাববো, করার কিছুই নাই
তোর মনের পিঞ্জিরায়, তুই কারে দিলি ঠায়,
কারে এত করলি আপন পর করে আমায়।
তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসব ঠিকেই নিতে তোর খোঁজ ।।।
Song Info:
Song : Tor Moner Pinjiray
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo
Tags: Jisan Khan Shuvo – Tor Moner Pinjiray (তোর মনের পিঞ্জিরায়) Lyrics, Jisan Khan Shuvo – Tor Moner Pinjiray Lyrics, Jisan Khan Shuvo – তোর মনের পিঞ্জিরায় Lyrics, Tor Moner Pinjiray Mp3 Audio, Jisan Khan Shuvo Lyrics, তোর মনের পিঞ্জিরায়, Tor Moner Pinjiray Audio Lyrics, তোর মনের পিঞ্জিরায় Lyrics, Tor Moner Pinjiray, তোর মনের পিঞ্জিরায়
No comments