Bisher Churi (বিষের ছুরি) Lyrics | Jisan Khan Shuvo
Bisher Churi (বিষের ছুরি) Lyrics | Jisan Khan Shuvo
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমের অনলে সবই গেলো নাইরে কিছু বাকি
আমার মন... আমার মনটা করে চুরি বুকে মারলি প্রেমের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
ও ও এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি
তুই তো এমন ছিলিনা রে এমন কানো হইলি
দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে
আমার মন... আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি
খুব যতনে সংগপোনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি
রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি
খুব যতনে সংগপোনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমের অনলে সবই গেলো নাইরে কিছু বাকি
অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি
প্রেমের অনলে সবই গেলো নাইরে কিছু বাকি
আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি
বন্ধু হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান
তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি
Song Info:
Song : Bisher Churi
Singer: Jisan Khan Shuvo
Lyrics: Jisan Khan Shuvo
Tags: Bisher Churi (বিষের ছুরি) Lyrics | Jisan Khan Shuvo, Jisan Khan Shuvo – Bisher Churi Lyrics, Jisan Khan Shuvo – বিষের ছুরি Lyrics, Bisher Churi Mp3 Audio, Jisan Khan Shuvo Lyrics, বিষের ছুরি, Bisher Churi Audio Lyrics, বিষের ছুরি Lyrics, Bisher Churi, বিষের ছুরি
No comments