Latest Lyrics

Bastob (বাস্তব) Lyrics | Avash | Tanzir Tuhin


Bastob (বাস্তব) Lyrics | Avash | Tanzir Tuhin





তোমার আমার জীবনটা,ভিন্ন কিছু নয়,
বেঁচে আছি কথাটাই সত্যি যেন হয়।
একি ভাবে বেঁচে আছি ইশ্বর তা জানেন,
এই শহরের অলি গলি ভ্রান্ত কথার মানে।

শুদ্ধ কথার রীতি নীতি,পেট চুক্তির ওই কাব্যগীতি,
হটকারিতার লেবাস গায়ে এই শহরটায়
শেকল পায়ে যে মানুষটা হেটে যায় কি বা পায়,
হেটে হেটে অবশেষে দিন গুলো কেটে যায়...

সপ্নটা যায় হারিয়ে,আমি এখন একা একা বসে ভাবি
যায় সীমানা ছাড়িয়ে,জীবন যখন যেন বোধের চেয়েও ভারী
কেউ মানেনা.........

গলির ভিতর ছোট্ট বাসা,ইচ্ছে গল্পে বিশাল আশা
মনের ভেতর প্রশ্ন ঘোরে,ঘুম ভেঙ্গে যায় ধূসর ভোরে...

মনের দংশন মনের বাঁধন,কৃতকর্মে সময়ের সাধন
প্রথাগত জীবনের চাপে এই শহরটায়
অন্ধরাতে যে নাবিকটা ভেসে যায়,কিবা পায়
ভেবে ভেবে অবশেষে দিন গুলো কেটে যায়....

গল্পটা যায় হারিয়ে,আমি এখন একা একা বসে ভাবি,
যায় সীমানা ছাড়িয়ে,জীবন যখন যেন বোধের চেয়েও ভারী
কেউ জানেনা.........








Song Info:
Song : Bastob
Singer: Tanzir Tuhin
Band: Avash


Tags: Bastob (বাস্তব) Lyrics | Tanzir Tuhin, Tanzir Tuhin – Avash Lyrics, Tanzir Tuhin – বাস্তব Lyrics, Avash Mp3 Audio, Tanzir Tuhin Lyrics, বাস্তব, Bastob Audio Lyrics, বাস্তব Lyrics, Avash, বাস্তব

No comments