Latest Lyrics

Minar – Duur Theke (দূর থেকে) Lyrics

Minar – Duur Theke (দূর থেকে) Lyrics

Minar – Duur Theke (দূর থেকে) Lyrics


উড়ে উড়ে শহরটা জুড়ে
তোমাকেই ঘিরে কল্পনা ।
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজও তোমারই আল্পনা।

আমি সব ভুলে দাড়িয়ে ,
শুধু তোমায় দেখতে রাজি ।
জানি চোখ মেলে দেখবে না,
তবু আজও আমি আছি ।

তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।

উড়ে উড়ে শহরটা জুড়ে
তোমাকেই ঘিরে কল্পনা ।
ভুলে যাওয়া চেনা সেই সুরে ,
আজও তোমারই আল্পনা।

দূরে তুমি কেন লুকিয়ে,
জানতে দিলে না ।
অগোচরে কোথায় হারালে?
বুঝতে দিলে না ।

আমি সব ভুলে দাড়িয়ে,
শুধু তোমায় দেখতে রাজী ।
জানি চোখ মেলে দেখবে না,
তবু আজও আমি আছি ।

তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।

ধুলো পরা সব ক্যানভাসে,
তোমার স্মৃতির রংএ হারিয়ে।
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে,
তুমি নেই, তুমি নেই ।

তাই দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দূর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে।।





Song Info:
Song : Duur Theke
Singer: Minar
Lyrics & Tune: Minar


Tags: Minar – Duur Theke (দূর থেকে) Lyrics, Minar – Duur Theke Lyrics, Minar – দূর থেকে Lyrics, Duur Theke Mp3 Audio, Minar Lyrics, দূর থেকে, Duur Theke Audio Lyrics, দূর থেকে Lyrics, Duur Theke, দূর থেকে

No comments