Latest Lyrics

Ei Obelay (এই অবেলায়) Lyrics | Shironamhin

Ei Obelay (এই অবেলায়) Lyrics | Shironamhin

Ei Obelay (এই অবেলায়) Lyrics | Shironamhin


এই অবেলায়, তোমারি আকাশে, নিরব আপোষে
ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।।
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।।





Song Info:
Song : Ei Obelay
Singer: Sheikh Ishtiaque
Lyrics: Ziaur Rahman


Tags: Ei Obelay (এই অবেলায়) Lyrics | Shironamhin, Shironamhin – Ei Obelay Lyrics, Shironamhin – এই অবেলায় Lyrics, Ei Obelay Mp3 Audio, Shironamhin Lyrics, এই অবেলায়, Ei Obelay Audio Lyrics, এই অবেলায় Lyrics, Ei Obelay, এই অবেলায়

No comments