Latest Lyrics

Imran & Bristy – Jodi Hatta Dhoro (যদি হাতটা ধরো) Lyrics

Imran & Bristy – Jodi Hatta Dhoro (যদি হাতটা ধরো) Lyrics


Imran & Bristy – Jodi Hatta Dhoro (যদি হাতটা ধরো) Lyrics


ভালোবেসে
যদি হাতটা ধরো
ছেড়ে দেবো যে সবই
কাছে এসে জড়িয়ে রাখো
ভুলে যাবো পৃথিবী

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা

প্রেম কি বলো এমনি
নীরবে যে
গোপনেতে তার ই শুধু
ভাবনাতে ঘুমহীন কাটে রজনী

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা

কান পেতে কি শোনোনি
মনের কথা
আকুলতা সবই যেন
জমে আছে দেবো সঁপে
আশা ছাড়িনি

বুকের মাঝে চিনচিন করে
জানো না কি এ মন পুড়ে
এভাবে দূরে থেকোনা
তোমার মাঝে ডুবি ভাসি
নিজের থেকে আরো বেশি
ভালোবাসি কেন বোঝোনা




Song Info:
Song : Jodi Hatta Dhoro
Singer: Imran & Bristy
Lyrics – Faisal Rabbikin


Tags: Imran & Bristy – Jodi Hatta Dhoro (যদি হাতটা ধরো) Lyrics, Imran & Bristy – Jodi Hatta Dhoro Lyrics, Imran & Bristy – যদি হাতটা ধরো Lyrics, Jodi Hatta Dhoro Mp3 Audio, Imran & Bristy Lyrics, যদি হাতটা ধরো, Jodi Hatta Dhoro Audio Lyrics, যদি হাতটা ধরো Lyrics, Jodi Hatta Dhoro, যদি হাতটা ধরো

No comments