Latest Lyrics

Valobasa Nai Re (ভালোবাসা নাই রে) Lyrics | Kiron Khan

Valobasa Nai Re (ভালোবাসা নাই রে) Lyrics | Kiron Khan

Valobasa Nai Re (ভালোবাসা নাই রে) Lyrics | Kiron Khan




যার জন্য দিনে রাতে,
আড়ি দিলাম ঘুমের সাথে ।
সে যদি আজ পরের তরে,
দিবারাত্রি কেঁদে মরে ।
তখন কি আর চাইলেও বলো,
যাই কি ভালো থাকা ।

ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।

আমার বুকের কষ্ট যদি,
বইতে তুমি নিরবধি ।
বুঝতে তুমি কেমন করে,
আগুন জ্বলে এই অন্তরে ।
আগুন দিয়ে যাই কি বলো,
প্রেমের কাব্য রাখা ।

ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।

যার লাগিয়া জীবন তরী,
করছে এখন মরি মরি ।
জীবন দিয়েও পাবো কী আর,
আগের মতো দেখা তোমার ।
নিথর দেহ কেমনে পাবে,
তোমার চোখের দেখা ।

ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।
ভালোবাসা নাই রে বন্ধু,
এই বুক এখন ফাঁকা ।


Song Info:
Song : Valobasa Nai Re
Singer: Kiron Khan
Lyrics: Akter Hamid Khan


Tags: Valobasa Nai Re (ভালোবাসা নাই রে) Lyrics | Kiron Khan, Kiron Khan – Valobasa Nai Re Lyrics, Kiron Khan – ভালোবাসা নাই রে Lyrics, Valobasa Nai Re Mp3 Audio, Kiron Khan Lyrics, ভালোবাসা নাই রে, Valobasa Nai Re Audio Lyrics, ভালোবাসা নাই রে Lyrics, Valobasa Nai Re, ভালোবাসা নাই রে

No comments