Neel Digante (নীল দিগন্তে) Lyrics | Shreya Ghoshal | Gotro
Neel Digante (নীল দিগন্তে) Lyrics | Shreya Ghoshal | Gotro
কিছু স্বপ্ন, কিছু মেঘলা
কিছু বই টই ধুলো লাগা,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
এ বসন্ত রাত জাগা।
মম চিত্তে, পাশ ফিরতে
আজ পলাশ ফুলের কাব্য,
নিতি নৃত্যে, ফুল ছিড়তে
শুধু তোমার কথাই ভাববো।
আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল
হৃদ মাঝারে থাক।
নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।
দিগন্তে সুরের আগুন
জ্বলছে অবুঝ ফাগুন,
করছে কি ভয়-টয়,
মন হলে নয়-ছয়;
পাতা ঝরার মরসুম।
আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।
নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।
কিছু স্বপ্ন, কিছু মেঘলা
চোখে চোখ রাখা এক রত্তি,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
মনে ইতিউতি তিন সত্যি।
তার সঙ্গে, বিভঙ্গে
দেখি কি হয়, ভালো মন্দে
কি মৃদঙ্গে, সে তরঙ্গে
এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে।
আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।
নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।
Song Info:
Song : Neel Digante
Film : Gotro
Singer: Shreya Ghoshal
Composition: Anindya Chattopadhyay
Tags: Neel Digante (নীল দিগন্তে) Lyrics | Shreya Ghoshal | Gotro, Shreya Ghoshal – Neel Digante Lyrics, Shreya Ghoshal – নীল দিগন্তে Lyrics, Neel Digante Mp3 Audio, Shreya Ghoshal Lyrics, নীল দিগন্তে, Neel Digante Audio Lyrics, নীল দিগন্তে Lyrics, Neel Digante, নীল দিগন্তে
No comments