Eto Kichu Bojho (এত কিছু বোঝো) Lyrics | Hridoy Khan
Eto Kichu Bojho (এত কিছু বোঝো) Lyrics | Hridoy Khan | ft Apurbo , Mithila , Nadia Khanom
মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম।
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে..
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোঁজো আমায়
তো খোঁজো না।
I just wanna tell you
How much i love you
যত দূরে যেতে চাও
ভেসে চলে যাও, এই মনেরি ছায়ায়,
রবে তোমাকে ঘিরে, তুমি আসবেই ফিরে
এই মনেরি মায়ায়।
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোজো আমায়
তো খোজো না।
আমি দুহাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
বিরহী প্রতিক্ষন,
তুমি রাঙা চরনে আমার সিথানে
এসে দাড়াও কখন।
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে..
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোঁজো আমায়
তো খোঁজো না।
মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোজো
আমায় তো খোজো না।
Song Info:
Song : Eto Kichu Bojho
Singer: Hridoy Khan
Lyrics: Milon Mahmud
Tags: Eto Kichu Bojho (এত কিছু বোঝো) Lyrics | Hridoy Khan, Hridoy Khan – Eto Kichu Bojho Lyrics, Hridoy Khan – এত কিছু বোঝো Lyrics, Eto Kichu Bojho Mp3 Audio, Hridoy Khan Lyrics, এত কিছু বোঝো, Eto Kichu Bojho Audio Lyrics, এত কিছু বোঝো Lyrics, Eto Kichu Bojho, এত কিছু বোঝো
No comments