Latest Lyrics

Shada Dewal (সাদা দেওয়াল) Lyrics | Mou & Prasen | Uraan

Shada Dewal (সাদা দেওয়াল) Lyrics | Mou & Prasen | Uraan

Shada Dewal (সাদা দেওয়াল) Lyrics | Mou & Prasen | Uraan




আমার সাদা দেওয়ালের ভালোবাসায়
তোমার সুপ্রাচীন মুখ,
ভিড় ঠেলে খুঁজে নেওয়া মুখে
জলপ্রপাতের অদ্ভুত সুখ।

আমার সাদা দেওয়ালের ভালোবাসায়
বেরঙে মিশে থাকে তোমার মুখ,
নীল পাখিদের চোখের তারায়
আমি খুঁজে পাই ফেলে আশা সুখ।

এভাবে রোজ তোমায় ভাবি কি
এখনও হয়তো ভাবছো,
শুধু ভাবছো না, যদি থাকতে
এই পথ চলা অন্য হতো।

আমার অধৈর্য্য এই ঘুম আরও ভালো হতো
তুমি দু'মিনিট দাঁড়ালে এই স্বপ্ন সাহস পেতো।

এখন আমার এতদিন পর,
একা একা ঘরে ফেরা..
এতখানি একসাথে হেঁটে
একা একা ফিরে আসা।


Song Info:
Song : Shada Dewal
Singer: Mou & Prasen
Lyrics: Krishnendu Dutta


Tags: Shada Dewal (সাদা দেওয়াল) Lyrics | Mou & Prasen, Mou & Prasen – Shada Dewal Lyrics, Mou & Prasen – সাদা দেওয়াল Lyrics, Shada Dewal Mp3 Audio, Mou & Prasen Lyrics, সাদা দেওয়াল, Shada Dewal Audio Lyrics, সাদা দেওয়াল Lyrics, Shada Dewal, সাদা দেওয়াল

No comments