Jaiba Tumi (যাইবা তুমি) Lyrics | Samz Vai
Jaiba Tumi (যাইবা তুমি) Lyrics | Samz Vai
যাইবা তুমি পরের ঘরে
আমারে একা করে,
নতুন মানুষ নিয়া তুমি
থাকবে সুখেতে।
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর,
কোথায় আছি, কেমন আছি
রাখবা না খবর।
ভালোবেসে দিলাম ঠাঁই এই মনেরই ঘরে,
সুযোগ বুঝে দিলা কোপ তুমি এই অন্তরে।
প্রেমের নামে অভিনয়
তুই ভালোই জানস রে,
নিঃস্ব করলি আমারে
তুই এক নিমেষে।
বলে ছিলে তুমি আমায় হাজারো কথা
ঠিক তুমি চলে গেলে আমায় করে একা
ভালো থাকিস বন্ধুরে, তুই আমাকে ছেড়ে
আমি না হয় কষ্টে বাঁচি একা জীবনে।
মেঘ রাঙা হাত, তোমার গেট সাজানো বাড়ি
বর আসবে তোমায় নিতে, ফুল সাজানো গাড়ি
আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় ছাড়িয়া
শেষ দেখা দিলানা তুমি একটুরো লাগিয়া।
আমি নাহয় খারাপ ছিলাম, তুমি ভালো মেয়ে
কেন তুমি করলে ছলনা আমাকে নিয়ে
পরিস্থিতির শিকার তুমি, সবই আমি বুঝি
সব বুঝিয়া পাগল হইয়া, তোমায় আমি খুঁজি।
সুখে থাকো স্বামীর ঘরে, করি প্রার্থনা
তারপর ঐ অবুঝ মনটা কিছুই বোঝেনা।
প্রেমের নামে অভিনয়
তুই ভালোই জানস রে,
নিঃস্ব করলি আমারে
তুই এক নিমেষে।
লাল বেনারসী শাড়ি
পড়ে যাবে আমায় ছাড়ি,
আর কোনোদিনই দেখবোনা তোমাকে।
মনে রেখো আমার স্মৃতি, খুব যতন করে,
জানি ভালো করেই ভুলে যাবে আমাকে।
তোমারে নিয়া দেখেছি কত যে স্বপ্ন
সেই স্বপ্ন গুলো বাদ দিয়া লিখি, দুঃখেরই গল্প।
প্রেমের নামে অভিনয়
তুই ভালোই জানস রে,
নিঃস্ব করলি আমারে
তুই এক নিমেষে।
Song Info:
Song : Jaiba Tumi
Singer: Samz Vai
Lyrics: Yeasin Rubel & Samz Vai
Tags: Jaiba Tumi (যাইবা তুমি) Lyrics | Samz Vai, Samz Vai – Jaiba Tumi Lyrics, Samz Vai – যাইবা তুমি Lyrics, Jaiba Tumi Mp3 Audio, Samz Vai Lyrics, যাইবা তুমি, Jaiba Tumi Audio Lyrics, যাইবা তুমি Lyrics, Jaiba Tumi, যাইবা তুমি
No comments