Ektu Ghor Chara (একটু ঘর ছাড়া) Lyrics | Minar Rahman
Ektu Ghor Chara (একটু ঘর ছাড়া) Lyrics | Minar Rahman
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
আজ না হয় থাকি দু'জন,
একটু ঘর ছাড়া।
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
কত কথা জমিয়ে রাখি
তোমায় বলবো বলে,
তোমায় ভেবে ঢিল ছুঁড়ি
শান্ত দীঘির জলে।
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে
তোমায় দেখি রোজ,
তোমার মাঝে বারেবার
হতে চাই নিখোঁজ।
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল।
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো,
আমার হাতের আঙ্গুল।
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া?
আজ না হয় থাকি দু'জন,
একটু ঘর ছাড়া।
Song Info:
Song : Ektu Ghor Chara
Singer: Minar Rahman
Lyrics: Sharif Al-Din
Tags: Ektu Ghor Chara (একটু ঘর ছাড়া) Lyrics | Minar Rahman, Minar Rahman – Ektu Ghor Chara Lyrics, Minar Rahman – একটু ঘর ছাড়া Lyrics, Ektu Ghor Chara Mp3 Audio, Minar Rahman Lyrics, একটু ঘর ছাড়া, Ektu Ghor Chara Audio Lyrics, একটু ঘর ছাড়া Lyrics, Ektu Ghor Chara, একটু ঘর ছাড়া
No comments