Latest Lyrics

Tumi Kon Kanoner ful Lyrics তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা

Tumi Kon Kanoner ful Lyrics তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা

Tumi Kon Kanoner ful Lyrics তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা


Tumi Kon Kanoner ful (তুমি কোন কাননের ফুল) is a music by Rabindrasangeet. The song is sung by Various Artists. The lyricist of the song is Rabindranath Tagore and The composer of the song is Rabindranath Tagore..


Song Info:

Song : Tumi Kon Kanoner ful (তুমি কোন কাননের ফুল)
Singer: Various Artists
Lyrics: Rabindranath Tagore
Music : Rabindranath Tagore



Tumi Kon Kanoner ful তুমি কোন কাননের ফুল Bengali Lyrics


তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা
তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা

কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি

শুধু  মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা
তুমি কোন কাননের
ফুল কোন গগনের তারা

তুমি  কথা কোয়ো না,
তুমি  চেয়ে চলে যাও
এই  চাঁদের আলোতে
তুমি  হেসে গ'লে যাও

তুমি  কথা কোয়ো না,
তুমি  চেয়ে চলে যাও
এই  চাঁদের আলোতে
তুমি  হেসে গ'লে যাও

আমি  ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার  আঁখির মতন দুটি তারা 
ঢালুক কিরণধার

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পার

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা

Tumi kanoner ful, Kon gogoner tara
Tomay kothay dekhesi, jeno kon shoponer para

Kobe Tumi geyechile, akhir pane cheyesile
Vule giyechi

Shudhu moner moddhe jege ache, oi noyoner tara

Tumi kotha koyo na, tumi cheye chole jaw
Ei chader alote, tumi heshe gole jaw

Ami ghumer ghore chader pane
Cheye thaki modhur pane

Tomar akhir moto duti tara
Dhaluk kiron dhara





No comments