Latest Lyrics

Obohela (অবহেলা) Lyrics | Samz Vai

Obohela (অবহেলা) Lyrics | Samz Vai



Obohela (অবহেলা) Lyrics | Samz Vai


 Obohela (অবহেলা) গানটি Samz Vai এর কণ্ঠে গাওয়া একটি বাংলা মিউজিক ভিডিও। গানটির কণ্ঠশিল্পী  Samz Vai । গানটির  গীতিকার ও সুরকার Samz Vai



আমার সপনে আমার লেখা গানে
তুমি শুধু সেই মেয়ে,
কোথায় হারালে আমাকে ছেড়ে
বলোনা কোন সে দূরে।
আমারও একা থাকা আর ভালো লাগে না
কি করি তোমায় ছাড়া আমি কিছুই বুঝিনা।

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা,
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।

আর কত রাত এভাবে থাকবো
তুমি হিনা আর কতো রাত কাটাবো,
জানো না তুমি কেন বোঝোনা
কতটা বেসেছি ভালো।

কি ভুলে তুমি গেছো চলে
সব কিছু করে এলমেলো,
আহারে জিবন তুমি হিনা
কাটেনা আর আমার,
তোমারই মাঝে দেখেছি আমি
কতো সপনো হাজার..

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা,
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।






Song Info:
Song : Obohela (অবহেলা)
Singer: Samz Vai
Lyrics: Samz Vai


Tags: Obohela (অবহেলা) Lyrics | Samz Vai, Samz Vai – Obohela Lyrics, Samz Vai – অবহেলা Lyrics, Obohela Mp3 Audio, Samz Vai Lyrics, অবহেলা, Obohela Audio Lyrics, অবহেলা Lyrics, Obohela, অবহেলা

No comments