Shopner Shohore (স্বপ্নের শহরে) Lyrics ME And U Last Chapter
Shopner Shohore (স্বপ্নের শহরে) Lyrics ME And U Last Chapter
Shopner Shohore (স্বপ্নের শহরে) গানটি ME And U Last Chapter বাংলা নাটক এর একটি গান। গানটির কণ্ঠশিল্পী Pallaby Roy & Ahmed Muneef । গানটির গীতিকার ও সুরকার Rumman Hossain । অভিনয়ে Afran Nisho & Tanjin Tisha
তুমি তো সেই যাকে আমি চাই
কেন এভাবে তোমার হতে চাই,
তুমি এভাবে হেসো না।
হৃদয়ের পাতায় তোর নাম লিখেছি
মনের শহরে রামধনু এঁকেছি,
মন বলে তাকে ডেকোনা।
এই স্বপ্নের শহরে হাঁটবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে,
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে।
তোর জন্য আমি ছিলাম অপেক্ষায়
এসে গেলি তুই,
আমাকে বুকে জড়িয়ে
গল্প বলে দে তুই।
তোর চোখের ওই ঝিলিমিলি দৃশ্য
ভালোলাগে যে খুব,
বলিস কথা আমার পাশে
আমি হয়ে থাকি চুপ।
তোর হাতে হাত দিয়ে
ভালোবাসা বোঝাবো,
তোকে নিয়ে রূপকথার
আমি চিঠি লিখবো..
এই স্বপ্নের শহরে হাঁটবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে,
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে।
Song Info:
Song : Shopner Shohore OST Of ME & U ( Last Chapter )
Singer: Pallaby Roy & Ahmed Muneef
Lyrics: Rumman Hossain
Music: Subhro Raha
Cast: Afran Nisho & Tanjin Tisha
DOP: Fuaid Bin Alamgir
Edit & Color Grade: Arifin Sarker
Director: Kajal Arefin Ome
Label: Dhruba Music Station
Tags: Shopner Shohore (স্বপ্নের শহরে) Lyrics ME And U Last Chapter, Shopner Shohore (স্বপ্নের শহরে) Lyrics | Pallaby Roy & Ahmed Muneef, Pallaby Roy & Ahmed Muneef – Shopner Shohore Lyrics, Pallaby Roy & Ahmed Muneef – স্বপ্নের শহরে Lyrics, Shopner Shohore Mp3 Audio, Pallaby Roy & Ahmed Muneef Lyrics, স্বপ্নের শহরে, Shopner Shohore Audio Lyrics, স্বপ্নের শহরে Lyrics, Shopner Shohore, স্বপ্নের শহরে
No comments