Meghoboron (মেঘবরণ) Lyrics | Tanjib Sarowar
Meghoboron (মেঘবরণ) Lyrics | Tanjib Sarowar
Meghoboron (মেঘবরণ) গানটি Tanjib Sarowar এর কণ্ঠে গাওয়া একটি বাংলা মিউজিক ভিডিও। গানটির কণ্ঠশিল্পী Tanjib Sarowar । গানটির গীতিকার ও সুরকার Tanjib Sarowar।
মেঘবরণ লিরিক্স
সুখ বহে বাতাসে বৃষ্টি এলে
যদি এ লগন দেয় জড়ায় দুজনায়,
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে,
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে।
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে, ভালবাসি।
একা একা কথা বলা বৃষ্টির সাথে
নিমগ্ন নীড় ভোলা বর্ষা স্রোতে
বাড়ছে আকাশ কালো বাড়ছে সময়
ফেরার পথেই নত শুধু নোনা জল।
ছুঁয়ে দাও তুমি আজ উত্তালী বর্ষাতে
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তখনি হার মানবে।
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে..
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে।
মেঘেদের পাল তুলে
যাব নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে, ভালবাসি।
বৃষ্টি ঘাসের দুলে সাজায়ে তোমায়
দেখব আপন মনে নতুন ভাষায়,
আবেগের তৃষ্ণাতে পিপাসা জমে
ভেজাবো বৃষ্টিতে নিপুণ তালে।
গ্রহতে গহীনে রচনায় আমি মগ্ন
তবুও সূচনায় দেয় বাধা মোর কাব্য।
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে,
মেঘেদের পাল তুলে
যাব নূরের খেয়ায়,
বাধ মেঘবরনে আবেশে
ভালবেসে।
মেঘেদের পাল তুলে
যাবো নূরের খেয়ায়,
বাঁধ মেঘবরনে আবেশে
ভালবেসে, ভালবাসি।
Meghoboron Song Lyrics
Sukh bohe batase brishti ele
Jodi e logon dey joray dujonay
Hajar fotar ei raat
Shudhu prem jege thak eki sure
Megheder pal tule jabo nurer kheyay
Badh meghborone abeshe valobeshe
Eka eka kotha bola bristir shate
Nimogno nir vola borsha srote
Barche akash kalo barche somoy
Ferar pothei noto sudhu nona jol
Chuye daw tumi aj uttal borshate
Prithibir sresto shuk tokhoni har manbe
Hajar fotar ei raat
Shudhu prem jege thak eki sure
Megheder pal tule jabo nurer kheyay
Badh meghborone abeshe valobeshe
Song Info:
Song : Meghoboron (মেঘবরণ)
Singer: Tanjib Sarowar
Lyrics: Tanjib Sarowar
Music : Sajid Sarkar
Language : Bangla
Label : Agniveena
Tags: Meghoboron (মেঘবরণ) Lyrics | Tanjib Sarowar, Tanjib Sarowar – Meghoboron Lyrics, Tanjib Sarowar – মেঘবরণ Lyrics, Meghoboron Mp3 Audio, Tanjib Sarowar Lyrics, মেঘবরণ, Meghoboron Audio Lyrics, মেঘবরণ Lyrics, Meghoboron, মেঘবরণ
No comments