Latest Lyrics

Tomake (তোমাকে) Lyrics | Shreya Ghoshal | Parineeta

Tomake (তোমাকে) Lyrics | Shreya Ghoshal | Parineeta

Tomake (তোমাকে) Lyrics | Shreya Ghoshal | Parineeta | Subhashree | Ritwick




প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দুটি নিয়নে রোজ নিশুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপ্টে জড়িয়ে ধরবো তোমাকে।

পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বোলো কিভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকে আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ নিশুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।


Song Info:
Song : Tomake
Film : Parineeta
Singer: Shreya Ghoshal
Lyrics: Arko


Tags: Tomake (তোমাকে) Lyrics | Shreya Ghoshal | Parineeta, Shreya Ghoshal – Tomake Lyrics, Shreya Ghoshal – তোমাকে Lyrics, Tomake Mp3 Audio, Shreya Ghoshal Lyrics, তোমাকে, Tomake Audio Lyrics, তোমাকে Lyrics, Tomake, তোমাকে

No comments