Latest Lyrics

Pure Gechhe Chokh (পুড়ে গেছে চোখ) Lyrics | Anupam Roy | Sesher Golpo

Pure Gechhe Chokh (পুড়ে গেছে চোখ) Lyrics | Anupam Roy | Sesher Golpo

Pure Gechhe Chokh (পুড়ে গেছে চোখ) Lyrics | Anupam Roy | Sesher Golpo




পুড়ে গেছে চোখ,
তবু ভালো হোক
কথার পালক হাওয়ায় হাওয়ায়

ভেঙে গেছে ঘর,
একা ঈশ্বর
কপালের জ্বর খবর পাঠায়

পাথরের নীচে চাপা ঘাস,
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম,
একদিন বিষ হয়ে ওঠে

পুড়ে গেছে চোখ,
তবু ভালো হোক
কথার পালক হাওয়ায় হাওয়ায়

ওগো তুমি আদরের পাখি,
বৃদ্ধ এ ডালে বাঁধো বাসা
ভালোবেসে মরে যাওয়া বাকি,
সময়ের আজব তামাশা

পাথরের নীচে চাপা ঘাস,
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম,
একদিন বিষ হয়ে ওঠে

যতো ভাগে ভাগ করো তুমি,
পড়ে থাকে শুধু ভাগশেষ
বিচ্ছেদ কেন মরসুমি,
পাতা ঝরে যাওয়া অভ্যেস

পাথরের নীচে চাপা ঘাস,
বিষাদের ফুল হয়ে ফোটে
অযত্নে ফেলে রাখা প্রেম,
একদিন বিষ হয়ে ওঠে

পুড়ে গেছে চোখ,
তবু ভালো হোক
কথার পালক হাওয়ায় হাওয়ায়

ভেঙে গেছে ঘর,
একা ঈশ্বর
কপালের জ্বর খবর পাঠায়


Song Info:
Song : Pure Gechhe Chokh
Film : Sesher Golpo
Singer: Anupam Roy
Lyrics: Rajib Chakraborty


Tags: Pure Gechhe Chokh (পুড়ে গেছে চোখ) Lyrics | Anupam Roy | Sesher Golpo, Anupam Roy – Pure Gechhe Chokh Lyrics, Anupam Roy – পুড়ে গেছে চোখ Lyrics, Pure Gechhe Chokh Mp3 Audio, Anupam Roy Lyrics, পুড়ে গেছে চোখ, Pure Gechhe Chokh Audio Lyrics, পুড়ে গেছে চোখ Lyrics, Pure Gechhe Chokh, পুড়ে গেছে চোখ

No comments