Bhalobasar Shopno (ভালোবাসার স্বপ্ন) Lyrics | Habib Wahid
Bhalobasar Shopno (ভালোবাসার স্বপ্ন) Lyrics | Habib Wahid | ft Tawsif Mahbub , Sabila Nur
প্রিয়তমা তুমি ছাড়া,
আমার প্রিয় আর
বলো কে আছে?
ভালোবাসার স্বপ্ন নিয়ে
চলেছে এ মন,
তোমারই কাছে
মন যেন মনেরই আলিঙ্গনে
তোমাকে ছুঁয়ে যায় আনমনে
যেন তোমার আমার,
হৃদয় বাধা অনুভবে;
একই কথার, একই সুরে
একই আলাপনে
প্রিয়তমা তুমি ছাড়া,
আমার প্রিয় আর
বলো কে আছে?
ভালোবাসার স্বপ্ন নিয়ে
চলেছে এ মন,
তোমারই কাছে
সুখ যেন মুখরিত গুঞ্জনে,
তোমাকে পেতে চায় নির্জনে
যেন পাখির ডানায় উড়ে উড়ে,
ঘুরে ঘুরে, তোমায় নিয়ে যাবো দূরে
মন চাই যেখানে
Song Info:
Song : Bhalobasar Shopno
Singer: Habib Wahid
Lyrics: Shafiq Tuhin
Tags: Bhalobasar Shopno (ভালোবাসার স্বপ্ন) Lyrics | Habib Wahid, Habib Wahid – Bhalobasar Shopno Lyrics, Habib Wahid – ভালোবাসার স্বপ্ন Lyrics, Bhalobasar Shopno Mp3 Audio, Habib Wahid Lyrics, ভালোবাসার স্বপ্ন, Bhalobasar Shopno Audio Lyrics, ভালোবাসার স্বপ্ন Lyrics, Bhalobasar Shopno, ভালোবাসার স্বপ্ন
No comments