Shobai Chole Jabe (সবাই চলে যাবে) Lyrics | Imran & Palak Muchhal
Shobai Chole Jabe (সবাই চলে যাবে) Lyrics | Imran & Palak Muchhal
সবাই চলে যাবে, একজনই পারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
সবাই চলে যাবে, একজনই পারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
মন ভালো নেই জানি মন তবু হারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
সবাই চলে যাবে, একজনই পারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
এক জনই কেউ ভালোবেসে যাবে, থেকে থেকে দু: খ শুধু পাবে
করবেনা কেউ হিসেব নিকেশ কারো ধার ধারবে না
এক জনেই কেউ ভালোবেসে যাবে, থেকে থেকে দু: খ শুধু পাব
করবেনা কেউ হিসেব নিকেশ কারো ধার ধারবে না
মন ভালো নেই জানি মন তবু হারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
সবাই চলে যাবে, একজনই পারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
একজনই কেউ হৃদয় বুঝে নেবে
সাগর সেচে মুক্ত এনে দেবে
চাইলেই পাবে, না চাইলেও, নিজের কথা ভাববে না
একজনই কেউ হৃদয় বুঝে নেবে
সাগর সেচে মুক্ত এনে দেবে
চাইলে পাবে, না চাইলেও, নিজের কথা ভাববে না
মন ভালো নেই জানি মন তবু হারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
সবাই চলে যাবে, একজনই পারবে না
একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না
Song Info:
Song : Shobai Chole Jabe
Singer: Imran & Palak Muchhal
Lyrics: Zulfiqer Russell
Tags: Shobai Chole Jabe (সবাই চলে যাবে) Lyrics | Imran & Palak Muchhal, Imran & Palak Muchhal – Shobai Chole Jabe Lyrics, Imran & Palak Muchhal – সবাই চলে যাবে Lyrics, Shobai Chole Jabe Mp3 Audio, Imran & Palak Muchhal Lyrics, সবাই চলে যাবে, Shobai Chole Jabe Audio Lyrics, সবাই চলে যাবে Lyrics, Shobai Chole Jabe, সবাই চলে যাবে
No comments