Ami Shudhu Tomar (আমি শুধু তোমার) Lyrics | Ash King
Ami Shudhu Tomar (আমি শুধু তোমার) Lyrics | Ash King
আমি শুধু তোমার,
শুধু তোমার, ছুঁয়ে দিয়ে মন
মেঘে, সে আবেগে,
ভেসে যাবো কুয়াশা যখন।
আলো আসবে, ভালোবাসবে
রূপকথার সে আদোর,
ঠোঁটে গল্প, কথা অল্প
কোনো স্বপ্নের ঘুম চাদোর।
ও.. আছি, কাছাকাছি
হোয়ে তোমার, তোমারি
আমি শুধু তোমার,
শুধু তোমার, ছুঁয়ে দিয়ে মন।
এলোমেলো সুর, অচেনা দুপুর
তোমাকে খোঁজে ডাকনামে,
স্মৃতির শহর, নামে রাত-ভোর
চিঠি লিখে রাখি নীল খামে।
তুমি, শুধু তুমি
মোরশুমি কুয়াশা যখন।
আমি শুধু তোমার..
ছুঁয়ে দিয়ে মন।
Song Info:
Song : Ami Shudhu Tomar
Singer: Ash King
Lyrics: Rajib Chakraborty
Oriplast Originals: S01 E04
Tags: Ami Shudhu Tomar (আমি শুধু তোমার) Lyrics | Ash King, Ash King – Ami Shudhu Tomar Lyrics, Ash King – আমি শুধু তোমার Lyrics, Ami Shudhu Tomar Mp3 Audio, Ash King Lyrics, আমি শুধু তোমার, Ami Shudhu Tomar Audio Lyrics, আমি শুধু তোমার Lyrics, Ami Shudhu Tomar, আমি শুধু তোমার
No comments