Latest Lyrics

Abar Bazi (আবার বাজি) Lyrics | Belal Khan

Abar Bazi (আবার বাজি) Lyrics | Belal Khan

Abar Bazi (আবার বাজি) Lyrics | Belal Khan



হৃদয় ছোঁব বলে
তোমার চোখে রেখেছি চোখ
ভালোবেসে জীবন নিঃস্ব হলে হোক
কতো আপন তুমি
এই পৃথিবী জানে জানুক
ভালোবাসি ভীষন তোমার প্রিয় মুখ
তবু আশা নিয়ে রয়েছি
তোমার সব নিরবে সয়েছি
মানবনা কিছুতে হার
তাই বাজি ধরেছি আবার
তোমাকে ফিরে পাবার

কেনো বারেবার বলো হয় এমন
স্বপ্ন ভেঙে যায় কাঁচেরই মতন
তুমি ছাড়া আমার
লাগেনা ভালো আর
নেই মানে বেঁচে থাকার
তাই বাজি ধরেছি আবার
তোমাকে ফিরে পাবার

এই জীবনে তোমাকেই প্রয়োজন
তোমায় ঘিরে যতো
 আয়োজন
তুমি ছাড়া আমার
লাগেনা ভালো আর
নেই মানে বেঁচে থাকার
তাই বাজি ধরেছি আবার
তোমাকে ফিরে পাবার



Song Info:
Song : Abar Bazi
Singer: Belal Khan
Lyrics: Jibon Mahmud


Tags: Abar Bazi (আবার বাজি) Lyrics | Belal Khan, Belal Khan – Abar Bazi Lyrics, Belal Khan – আবার বাজি Lyrics, Abar Bazi Mp3 Audio, Belal Khan Lyrics, আবার বাজি, Abar Bazi Audio Lyrics, আবার বাজি Lyrics, Abar Bazi, আবার বাজি

No comments