Latest Lyrics

Protibeshi (প্রতিবেশী) Lyrics | Anupam Roy | Bornoporichoy

Protibeshi (প্রতিবেশী) Lyrics | Anupam Roy | Bornoporichoy

Protibeshi (প্রতিবেশী) Lyrics | Anupam Roy | Bornoporichoy



বন্ধুহীন ফিরছি ঘর,
মাঠের ধূলো কামড়ে ধর,
এই ঠিকানায় নেই গাড়ির চাকার দাগ।
প্রতিবেশী কোনো দেয়াল আমার নেই,
কে কখন চাইছে কি,
খুব অবাদ্ধ মোমবাতি,
কোন নিয়মে আমার জানলা অল্প ফাঁক।
প্রতিবেশী, কোনো গোপন শর্ত নেই,
আমি জানি তুমি শুনছো গান,
আমার মতোই পাতছো কান,
আমার মতোই তুমিও আজকে একা।

প্রতিবেশী তুমি জানোনা,
তুমি যতো ভাবো আমি ততো ভালোনা,
প্রতিবেশী এতো ভেবোনা,
তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগোনা..
জেগোনা।

একটা কাপ, একটু চা,
সাহস করেও পারছি না,
এই বারান্দায়, আসে রসুন পোড়ার ঘ্রান।
প্রতিবেশী তুমি রান্না করছো কি?
বৃষ্টি এলে, বন্ধ সব,
ভিজলে ভিজুক, ফুলের টব,
তোমার ঘরে, তুমি এখন কাকে চাও?

প্রতিবেশী, তুমি আমায় ডাকছো কি?
আমি জানি তুমি শুনছো গান,
ঠান্ডা জলে করছো স্নান,
আমার মতোই তুমিও আজকে একা।

প্রতিবেশী তুমি জানোনা,
তুমি যতো ভাবো আমি ততো ভালোনা,
প্রতিবেশী এতো ভেবোনা,
তুমি শুয়ে পড়ো বেশি রাত জেগোনা..
জেগোনা..

বন্ধুহীন ফিরছি ঘর..



Song Info:
Song : Protibeshi
Film : Bornoporichoy
Singer: Anupam Roy
Lyrics: Anupam Roy


Tags: Protibeshi (প্রতিবেশী) Lyrics | Anupam Roy | Bornoporichoy, Anupam Roy – Protibeshi Lyrics, Anupam Roy – প্রতিবেশী Lyrics, Protibeshi Mp3 Audio, Anupam Roy Lyrics, প্রতিবেশী, Protibeshi Audio Lyrics, প্রতিবেশী Lyrics, Protibeshi, প্রতিবেশী

No comments