Bishonno Chimney (বিষণ্ণ চিমনি) Lyrics | Arijit Singh | Bornoporichoy
Bishonno Chimney (বিষণ্ণ চিমনি) Lyrics | Arijit Singh | Bornoporichoy
কোনো শেষ রাতের অভিমান,
ঘুম কেড়ে নেওয়া গান,
শুনিয়ে যায় আবার, সে আমায়..
আমি শূণ্যে হাত বাড়াই,
ধূসরে ছুটে যাই,
ঝরা পাতার ডাকে,
আমি ঘর ছাড়া কি তাই।
এখন কোথায় যাবো বলো?
তাকে কোথায় পাবো বলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এই আকাশ ক্রমশঃ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
এই রোদ পোড়া দেশে,
এলাম অবশেষে,
আমি ঘূর্ণি ঝড়ের চোখ খুঁজে পাই।
আমি পা টিপে হাঁটি,
যাতে না কাঁপে মাটি,
তবু চোখ খুলেছি যেই আমি অন্ধ হয়ে যাই।
এখন কোথায় যাবো বোলো?
তাকে কোথায় পাবো বোলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এ আকাশ ক্রমশ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়..
Song Info:
Song : Bishonno Chimney
Film : Bornoporichoy
Singer: Arijit Singh
Lyrics: Anupam Roy
Tags: Bishonno Chimney (বিষণ্ণ চিমনি) Lyrics | Arijit Singh | Bornoporichoy, Arijit Singh – Bishonno Chimney Lyrics, Arijit Singh – বিষণ্ণ চিমনি Lyrics, Bishonno Chimney Mp3 Audio, Arijit Singh Lyrics, বিষণ্ণ চিমনি, Bishonno Chimney Audio Lyrics, বিষণ্ণ চিমনি Lyrics, Bishonno Chimney, বিষণ্ণ চিমনি
No comments