Latest Lyrics

Moner Kinaray (মনের কিনারায়) Lyrics | Habib Wahid

Moner Kinaray (মনের কিনারায়) Lyrics | Habib Wahid

Moner Kinaray (মনের কিনারায়) Lyrics | Habib Wahid


চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।

ও.. বুকেরই ভেতরে, স্নিগ্ধ এ প্রহরে
ঘুম হয়ে ভেসে ভেসে,
তুমি এলে অবশেষে আজ।

তোমার ওই মনের কিনারায়
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে,
লুকোনো মায়ার কারুকাজ।
ও.. চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।

কেন যে কি কারণে
এতদূরে ছুটে চলে যাও, জানি না।
ও.. তোমাকে ছাড়া আমি,
দু'ফোটা থাকতে যে একা, পারি না।
ও.. পাখি ডেকে যায় গান শুনি না,
যদি বয়ে যায় ঢেউ গুনি না, মিষ্টি যন্ত্রনায়
ছুঁয়ে ছুঁয়ে গেলে আমায়,
তোমার ওই মনের কিনারায়,
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে,
লুকোনো মায়ার কারুকাজ।
ও.. চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।

কি পাবো, কি হারাবো
তোমার মাঝে আমি কখনো, খুঁজি নি।
ও.. তোমাকে দেখার আগে
ভালোবাসার শিহরণ, বুঝি নি।
ও.. দিন চলে যায় তুমি পাশে নাই
একসাথে রোদ চলোনা কুড়াই, মিষ্টি যন্ত্রনায়
ছুঁয়ে ছুঁয়ে গেলে আমায়,
তোমার ওই মনের কিনারায়,
কিছু প্রেম, কিছু ফুল ফোটাবো আমি,
খুঁজে নেবো ধীরে ধীরে,
লুকোনো মায়ার কারুকাজ।
ও.. চোখেরই পলকে, রূপেরই ঝলকে
মন করে উড়ু উড়ু,
প্রেমটা কি হলো শুরু আজ।
ও.. বুকেরই ভেতরে, স্নিগ্ধ এ প্রহরে
ঘুম হয়ে ভেসে ভেসে,
তুমি এলে অবশেষে আজ।




Song Info:
Song : Moner Kinaray
Singer: Habib Wahid
Lyrics: Suhrid Sufian


Tags: Moner Kinaray (মনের কিনারায়) Lyrics | Habib Wahid, Habib Wahid – Moner Kinaray Lyrics, Habib Wahid – মনের কিনারায় Lyrics, Moner Kinaray Mp3 Audio, Habib Wahid Lyrics, মনের কিনারায়, Moner Kinaray Audio Lyrics, মনের কিনারায় Lyrics, Moner Kinaray, মনের কিনারায়

No comments