Latest Lyrics

Abdar (আবদার) Lyrics | Imran & Porshi

Abdar (আবদার) Lyrics | Imran & Porshi

Abdar (আবদার) Lyrics | Imran & Porshi


তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
তোর চোখের ইশারাতে
চাই হারাতে আবার..

তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।

স্বপ্ন হয়ে ছুঁয়ে আছিস চোখেরই তারায়,
মনটা পড়ে থাকে শুধু তোরই পাড়ায়।
তোর প্রেমে ডুবে ডুবে আমি একাকার,
যদি চাস দিতে পারি সবকিছু ছাড়।

তোর সাথে আজ হারাতে
নেই কোনো বাধা আর,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।
তোর চোখের ইশারাতে চাই
হারাতে আবার..
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার।

গল্প লিখি তোকে নিয়ে হৃদয়ে যখন,
বড় সুখী লাগে আমার নিজেকে তখন।
তুই ছাড়া পথ নেই তো পা বাড়াবার
তুই যে আলো আশা বেঁচে থাকবার।

এ আমার সবকিছুর শুধু তুই দাবিদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার,
তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার।

তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার।




Song Info:
Song : Abdar
Singer: Imran & Porshi
Lyrics: Robiul Islam Jibon
Tune & Music : Imran Mahmudul


Tags: Abdar (আবদার) Lyrics | Imran & Porshi, Imran & Porshi – Abdar Lyrics, Imran & Porshi – আবদার Lyrics, Abdar Mp3 Audio, Imran & Porshi Lyrics, আবদার, Abdar Audio Lyrics, আবদার Lyrics, Abdar, আবদার

No comments