Kichu Bhul (কিছু ভুল) Lyrics | Avraal Sahir & Muna
Kichu Bhul (কিছু ভুল) Lyrics | Avraal Sahir & Muna | Afran Nisho & Mehazabien Chowdhury
তোমার ছায়া যাচ্ছে সরে আরাল করে আমায়
তোমার ছায়া যাচ্ছে সরে আরাল করে আমায়
দূরে তুমি গেলে আর নেই কিছু হারাবার।
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
রাত জাগা কত নিরব অভিমান
তোমায় ঘিরে আমার এতো পিছুটান
ইচ্চছেরা যদিও পূর্ণতা পেলনা
কখনো তোমায় ভুলতে বলনা
যে পথের শেষে পাইনা তোমার দেখা
সে পথে আমি যাবো না
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
তোমার ছায়া যাচ্ছে সরে আরাল করে আমায়
দূরে তুমি গেলে আর নেই কিছু হারাবার।
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি
কিছু ভুল ছিলো যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে, এখনো তুমি...
Song Info:
Song : Kichu Bhul
Singer: Avraal Sahir & Muna
Lyrics: Avraal Sahir
Tags: Kichu Bhul (কিছু ভুল) Lyrics | Avraal Sahir & Muna, Avraal Sahir & Muna – Kichu Bhul Lyrics, Avraal Sahir & Muna – কিছু ভুল Lyrics, Kichu Bhul Mp3 Audio, Avraal Sahir & Muna Lyrics, কিছু ভুল, Kichu Bhul Audio Lyrics, কিছু ভুল Lyrics, Kichu Bhul, কিছু ভুল
No comments