Latest Lyrics

Shireen - Na Jene Vul Bujho Na (না জেনে ভুল বুঝ না) Lyrics

Shireen - Na Jene Vul Bujho Na (না জেনে ভুল বুঝ না) Lyrics


Shireen - Na Jene Vul Bujho Na (না জেনে ভুল বুঝ না) Lyrics


না জেনে ভুল বুঝ না প্রানে ব্যথা দিও না
আমি যে তোমারি পাগল জিওন মরনে এই ভুবনে
না জেনে ভুল বুঝ না...

আমি তোমায় ভালো বাসি জানে সকলে
তুমি ছাড়া আর কেহ নাই এই ভু মন্ডলে
যে দিকে চাঁই তোমার ছবি
হেরি নয়নে এই ভুবনে
না জেনে ভুল বুঝ না...

হৃদয়ের ধন তুমি আমার নয়নের মনি
তোমারে পাইলে আমার জুড়ায় পড়ানি
তুমি যদি ভিন্ন বাস
বাঁচি কেমনে এই ভুবনে.
না জেনে ভুল বুঝনা...

আশিকেরি পড়ান তুমি দয়ারি সাগর
তোমার দয়া পাইলে আমি হইব অমর
ফিরোজ মিয়াঁর এই যে বেদন
রাখ চড়নে এই ভুবন.
না জেনে ভুল বুঝ না...

Na Jene Vul Bujho Na Mp3



Song Info:
Na Jene Vul Bujho Na
Shireen

No comments