Shireen - Monero Bagane (মনেরো বাগানে) Lyrics
Shireen - Monero Bagane (মনেরো বাগানে) Lyrics
মনেরো বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলোনা
ফুলের মধু খাইলোনা
মনেরো বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলোনা
ফুলের মধু খাইলোনা
পিরিতেরো এতো জ্বালা, বন্দুয়ানা জানেরে
বনেরো পাখি যদি হইতাম, উড়িয়া যাইতাম কাছেরে
প্রেমিক ছাড়া মনেরো কথারে
সকলেতো বুঝেনা
ফুলের মধু খাইলোনা
মনেরো বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলোনা
ফুলের মধু খাইলোনা
মাঝি থাকিলে কূলেতে বসিয়া
ভাটায় নৌকা চলে না
মাঝি থাকিলে কূলেতে বসিয়া
ভাটায় নৌকা চলে না
প্রেমেরো সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটেনা
নারীরো যৌবন জোয়ারের পানিরে
আজ আছে কাল থাকেনা
চিরো জীবন থাকেনা
মনেরো বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলোনা
ফুলের মধু খাইলোনা
মনেরো বাগানে ফুটিলো ফুলরে
রসিক ভ্রমর আইলোনা
ফুলের মধু খাইলোনা
Monero Bagane Mp3
Song Info:
Monero Bagane
Shireen
No comments