Latest Lyrics

Shironamhin – Train (ট্রেন) Lyrics

Shironamhin – Train (ট্রেন) Lyrics


Shironamhin – Train (ট্রেন) Lyrics


কিছুটা জেনে কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্ল্যাটফর্ম ছুয়ে ক্লান্ত দেহে
অভিমানী পদচিহ্ন রাখে
অভিমানী এক ট্রেনে

করিডর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদূরের আনন্দনগর

ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয়মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলে আসা পথ।

করিডর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদূরের আনন্দনগর




Shironamhin – Train (ট্রেন) Mp3



Song Info:
Train (ট্রেন)
Shironamhin

No comments