Sei Tumi Keno Eto Ochena Hole Lyrics সেই তুমি কেন এত অচেনা হলে
Sei Tumi (সেই তুমি) is a Bengali Band Music Song from the album Ferari Mon. The vocalist of the song is Ayub Bachhu. The lyricist of the song is Ayub Bachhu and The composer of the song is Ayub Bachhu.
Song Info:
Song : Sei Tumi (সেই তুমি)
Singer: Ayub Bachhu
Lyrics and Music: Ayub Bachhu
Album : Ferari Mon
Band: LRB( Love Runs Blind )
Sei Tumi Bengali Lyrics
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে;
আমার অপরাধ ছিল যতোটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি Bengali Lyrics
Sei tumi keno ato ochena hole
Sei ami keno tomake dhukkho dilem
Kemon kore ato ochena hole tumi
Kivabe eto bodhle geshi ei ami
O bukeri sob kosto duhate soriye
Cholo bodhle jaii
Tumi keno bojhona
Tomake chara ami osohay
Aamar sobtuku valobasha tomay ghire
Aamar oporadh chilo jototuku tomay ghire
Tumi khoma kore deo aamay
Koto raat ami kedhechi
Buker ghovire kosto niye
Shunnotay dube gesi aami
Aamake tumi firiye naw
Jotobar vebechi vule jabo
Taro beshi mone pore jay
Fele asha se sob din gulo
Vule jate aami pari naa
No comments