Latest Lyrics

Chumki Choleche Eka Pothe Lyrics চুমকি চলেছে একা পথে

Chumki Choleche Eka Pothe Lyrics চুমকি চলেছে একা পথে


Chumki Choleche Eka Pothe Lyrics চুমকি চলেছে একা পথে


চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে

মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি


Chumki Choleche Eka Pothe Mp3



Song Info:
চুমকি চলেছে একা পথে
খুরশীদ আলম
Cover by Pantho Kanai

Tags: Chumki Choleche Eka Pothe Lyrics চুমকি চলেছে একা পথে, Chumki Choleche Eka Pothe Lyrics, Chumki Choleche Eka Pothe Mp3 Audio, Habib Wahid Lyrics, চুমকি চলেছে একা পথে লিরিক্স, চুমকি চলেছে একা পথে Lyrics, Chumki Choleche Eka Pothe audio lyrics, Chumki Choleche Eka Pothe, চুমকি চলেছে একা পথে

No comments