Latest Lyrics

James - Likhte Parina Kono Gaan Lyrics লিখতে পারিনা কোন গান

James - Likhte Parina Kono Gaan Lyrics লিখতে পারিনা কোন গান


James - Likhte Parina Kono Gaan Lyrics লিখতে পারিনা কোন গান



লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা আর কোন কিছু আর তুমি ছাড়া।
কি যে যন্ত্রণা এই পথচলা,
কি যে যন্ত্রণা এই পথচলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জান না।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে,
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে।
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে,
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে।
কি যে যন্ত্রণা এই পথচলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জান না।

আকাশে চাঁদ ছিল একা পাহাড়ী ঝরণা ঝরা,
তাদের মনে তে ব্যাথা ছিল কিনা বুঝিনি।
আকাশে চাঁদ ছিল একা পাহাড়ী ঝরণা ঝরা,
তাদের মনেতে ব্যাথা ছিল কিনা বুঝিনি।

সে ব্যাথা বোঝার আগে হারিয়ে তোমাকে,
তোমাকে হারিয়ে বেদনা ধরেছে হৃদয়ে।
কি যে বেদনা তুমি বোঝনা,
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি আর হল না।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
ওহ... কি যে যন্ত্রণা এই পথ চলা,
কি যে যন্ত্রণা এই পথ চলা।
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

Likhte Parina Kono Gaan Mp3



Song Info:
Likhte Parina Kono Gaan
James

No comments