Aurthohin – Jodi Kono Din (যদি কোনো দিন) Lyrics
Aurthohin – Jodi Kono Din (যদি কোনো দিন) Lyrics
যদি কোনদিন হঠাৎ করে পড়ে মনে,
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে...
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে,
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে..
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে,
তুমি মনের ভেতর শোনো গান চুপটি করে,
কেউ জানবেনা যে ঘুমন্ত শহরে,
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূহুর্তে..
আকাশের তারা হয়ে দেব তোমায় আলো,
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল,
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব...
নিঝুম রাতে যখন, পৃথিবী ঘুমিয়ে,
তুমি মনের ভেতর শোনো গান চুপটি করে,
কোন এক সকালে, কোন দূরদেশে,
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে..
আসবো ফিরে তোমার কাছে,
চোখের ঐ জল মুছে দিতে..
নিঝুম রাতে যখন, পৃথিবী ঘুমিয়ে,
তুমি মনের ভেতর শোনো গান চুপটি করে,
কেউ জানবেনা যে, ঘুমন্ত শহরে,
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূহুর্তে..
আসবো ফিরে তোমার কাছে,
চোখের ঐ জল মুছে দিতে..
Jodi Kono Din (যদি কোনো দিন) Mp3
Song Info:
Jodi Kono Din (যদি কোনো দিন)
Aurthohin
No comments