Pari Na (পারি না) Lyrics | Anupam Roy | Bhootchakra Pvt Ltd
Pari Na (পারি না) Lyrics | Anupam Roy | Bhootchakra Pvt Ltd
এতদিন দূর থেকে দেখেছি
কাছে এসে হাত যেই রেখেছি,
হয়তো মানুষেরই মতো
ব্যবহারে সংযত
এ শরীরে হৃদয় আছে কি?
আমি ক্রমশ গেছি ঘেঁটে
তাই ভালোবাসার গেটে
মুখ নিচু করে দাঁড়িয়ে আছি।
কেন পারিনা,
আমি রাত জেগে করি পায়চারি না,
আমি হোতে চাই ঘোর সংসারী না,
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না,
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না।
কত কিছু চোখে যেন পড়ে না
ছায়ার সঙ্গে কুস্তি কেউই লড়ে না।
ভালোবেসে ফেলে বোকামি
তাই ভাবি বসে আমি
এ শরীরে হৃদয় আছে কি?
ছিলাম নিরীহ বঙ্গবাসী
উড়ে এলো সাঁড়াশী
এটা স্বপ্ন না রিয়ালিটি।
কেন পারিনা,
আমি রাত জেগে করি পায়চারি না,
আমি হোতে চাই ঘোর সংসারী না,
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না,
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না।
Song Info:
Song : Pari Na
Film : Bhootchakra Pvt Ltd
Singer: Anupam Roy
Lyrics: Anupam Roy
Tags: Pari Na (পারি না) Lyrics | Anupam Roy | Bhootchakra Pvt Ltd, Anupam Roy – Pari Na Lyrics, Anupam Roy – পারি না Lyrics, Pari Na Mp3 Audio, Anupam Roy Lyrics, পারি না, Pari Na Audio Lyrics, পারি না Lyrics, Pari Na, পারি না
No comments