Latest Lyrics

Ami Thakbona (আমি থাকবো না) Lyrics | Mahtim Shakib

Ami Thakbona (আমি থাকবো না) Lyrics | Mahtim Shakib

Ami Thakbona (আমি থাকবো না) Lyrics | Mahtim Shakib | Afran Nisho | Tanjin Tisha



এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকা রোদ্দুর,
এমন আপন করে তোমাকে পাবো না।

দৃষ্টির সীমানায় পেরিয়ে বহুদূর,
জানি আমার আর ফেরা হবে না।

কোথাও থাকবো না হয়তো জীবন এটাই
ফিরে আসবো না ঘুড়ি শূণ্য লাটাই।
কোথাও থাকবো না, আমি থাকবো না।

এ কেমন আয়োজন জীবন জটিল ধাঁধায়,
তোমার কান্না মুখ বাঁচতে পারেনি আমায়।

ঝাপসা প্রহর, কিছু অন্য ভোর
ভোর দেখবো না হয়তো জীবন এটাই।
তুমি কেঁদোনা ঘুড়ি শূণ্য লাটাই।
তুমি কেঁদোনা, আমি থাকবো না।

তোমাকে পাবোনা, তুমি না পাওয়া আপন
সাগরে মাতাল ঢেউ জোছনা যাপন।

হাতে রাখা হাত, কিছু অলীক রাত
জোছনা দেখবোনা হয়তো জীবন এটাই।
আমায় ডেকোনা ঘুড়ি শূণ্য লাটাই।

কোথাও থাকবো না, হয়তো জীবন এটাই
ফিরে আসবো না ঘুড়ি শূণ্য লাটাই।
কোথাও থাকবো না, আমি থাকবো না।



Song Info:
Song : Ami Thakbona
Singer: Mahtim Shakib
Lyrics: Mahi Flora


Tags: Ami Thakbona (আমি থাকবো না) Lyrics | Mahtim Shakib, Mahtim Shakib – Ami Thakbona Lyrics, Mahtim Shakib – আমি থাকবো না Lyrics, Ami Thakbona Mp3 Audio, Mahtim Shakib Lyrics, আমি থাকবো না, Ami Thakbona Audio Lyrics, আমি থাকবো না Lyrics, Ami Thakbona, আমি থাকবো না

No comments