Ki Maya Lagaili (কি মায়া লাগাইলি) Lyrics | Samz Vai
Ki Maya Lagaili (কি মায়া লাগাইলি) Lyrics | Samz Vai
এই ক্লান্ত দুপুরে,
তোরে খুব মনে পড়ে।
কেন জানি অযথাই,
চোখের পানি ঝড়ে ।
মিছে মায়ার এ ভুবনে,
হায়, কেউ কারোর নয়।
দিন শেষে চলে যায়,
যে যার ঘরে।
কি মায়া লাগাইলি মোরে।
বাঁধলি কোন প্রেমের ডোরে।
কেন তোরে ভুলতে পারিনা।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে।
তোরই স্মৃতি মোছা তো যায়না।
তিলেতিলে যাচ্ছে পুড়ে হৃদয়।
ওরে, দেখে না কেউ এসে।
আমি জানি তা কি হবে এমন,
এতটা ভালোবেসে।
তিলেতিলে যাচ্ছে পুড়ে হৃদয়।
ওরে, দেখে না কেউ এসে।
আমি জানি তা কি হবে এমন,
এতটা ভালোবেসে।
ওরে, জানিতাম যদি উড়ে যাবি,
মনের শিকল ছিঁড়িয়া।
আদর, সোহাগ দিয়া তোরে
রাখিতাম বাঁধিয়া।
কি মায়া লাগাইলি মোরে।
বাঁধলি কোন প্রেমের ডোরে।
কেন তোরে ভুলতে পারিনা।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে।
তোরই স্মৃতি মোছা তো যায়না।
কি মায়া লাগাইলি মোরে।
বাঁধলি কোন প্রেমের ডোরে।
কেন তোরে ভুলতে পারিনা।
যতই চাই থাকতে ভুলে,
ততই তোরে মনে পড়ে।
তোরই স্মৃতি মোছা তো যায়না।
Song Info:
Song : Ki Maya Lagaili
Singer: Samz Vai
Lyrics: Samz Vai
Tags: Ki Maya Lagaili (কি মায়া লাগাইলি) Lyrics | Samz Vai, Samz Vai – Ki Maya Lagaili Lyrics, Samz Vai – কি মায়া লাগাইলি Lyrics, Ki Maya Lagaili Mp3 Audio, Samz Vai Lyrics, কি মায়া লাগাইলি, Ki Maya Lagaili Audio Lyrics, কি মায়া লাগাইলি Lyrics, Ki Maya Lagaili, কি মায়া লাগাইলি
No comments