Tomar Moner Bhetor (তোমার মনের ভেতর) Lyrics | Noble | Vinci Da
Tomar Moner Bhetor (তোমার মনের ভেতর) Lyrics | Noble | Vinci Da
তোমার মনের ভেতর যাই,
মুখের ভিড়ে মুখোশ পাই,
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন।
তোমার চোখের ভেতর যাই,
হাত দেখিয়ে ট্রেন থামাই,
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেন?
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।
তোমার ঘরের ভেতর যাই,
চামড়া পোড়ার গন্ধ পাই,
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে।
তোমার বুকের ভেতর যাই,
খাঁচায় রাখা লালন সাই,
মানব জনম হবে খতম, অপার হয়ে।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে।
সে বেঁচে আছে শহরের এক কোনে,
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন।
Song Info:
Song : Tomar Moner Bhetor
Film : Vinci Da
Singer: Noble
Lyrics: Anupam Roy
Music Director: Anupam Roy
Tags: Tomar Moner Bhetor (তোমার মনের ভেতর) Lyrics | Noble | Vinci Da, Noble – Tomar Moner Bhetor Lyrics, Noble – তোমার মনের ভেতর Lyrics, Tomar Moner Bhetor Mp3 Audio, Noble Lyrics, তোমার মনের ভেতর, Tomar Moner Bhetor Audio Lyrics, তোমার মনের ভেতর Lyrics, Tomar Moner Bhetor, তোমার মনের ভেতর
No comments