Latest Lyrics

Ore Nil Doriya (ওরে নীল দরিয়া) Lyrics

Ore Nil Doriya (ওরে নীল দরিয়া) Lyrics


Ore Nil Doriya (ওরে নীল দরিয়া) Lyrics


ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে
নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া


Ore Nil Doriya - ওরে নীল দরিয়া Mp3



Song Info:
ওরে নীল দরিয়া
আব্দুল জব্বার
Cover by Pantho Kanai

Tags: Ore Nil Doriya (ওরে নীল দরিয়া) Lyrics, Ore Nil Doriya Lyrics, Ore Nil Doriya Mp3 Audio, Habib Wahid Lyrics, ওরে নীল দরিয়া লিরিক্স, ওরে নীল দরিয়া Lyrics, Ore Nil Doriya audio lyrics, Ore Nil Doriya, ওরে নীল দরিয়া

No comments