Jagoroner Gaan – Shuno Ekti Mujiborer (শোন একটি মুজিবরের) Lyrics
Jagoroner Gaan – Shuno Ekti Mujiborer (শোন একটি মুজিবরের) Lyrics
শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
এই সবুজের বুকে চেরা মেঠো পথে
আবার যে যাব ফিরে, আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
শিল্পে-কাব্যে কোথায় আছে
হায়রে এমন সোনার খনি।।
শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
বিশ্ব কবির ‘সোনার বাংলা'
নজরুলের ‘বাংলাদেশ'
জীবনানন্দের ‘রূপসী বাংলা'
রূপের যে তার নেই কো শেষ, বাংলাদেশ।।
জয় বাংলা বলতে মন রে আমার
এখনও কেন ভাবো আবার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
অন্ধকারে পূর্বাকাশে-, উঠবে আবার দিনমণি।।
শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
Shuno Ekti Mujiborer Mp3
Song Info:
Shuno Ekti Mujiborer
Jagoroner Gaan
Tags: Jagoroner Gaan – Shuno Ekti Mujiborer Lyrics শোন একটি মুজিবরের, Jagoroner Gaan – Shuno Ekti Mujiborer Lyrics, Jagoroner Gaan – শোন একটি মুজিবরের Lyrics, Shuno Ekti Mujiborer Mp3 Audio, Jagoroner Gaan Lyrics, শোন একটি মুজিবরের, Shuno Ekti Mujiborer Audio Lyrics, শোন একটি মুজিবরের Lyrics, Shuno Ekti Mujiborer, শোন একটি মুজিবরের
No comments