Jagoroner Gaan – Purbo Digonte Surjo Utheche (পূর্ব দিগন্তে সূর্য উঠেছে) Lyrics
Jagoroner Gaan – Purbo Digonte Surjo Utheche (পূর্ব দিগন্তে সূর্য উঠেছে) Lyrics
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল।।
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে।।
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া সকাল,
নয়া সকাল, নয়া সকাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ।।
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল,
শত্রু জাল, শত্রু জাল।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।।
Purbo Digonte Surjo Utheche Mp3
Song Info:
Purbo Digonte Surjo Utheche
Jagoroner Gaan
Tags: Jagoroner Gaan – Purbo Digonte Surjo Utheche Lyrics পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, Jagoroner Gaan – Purbo Digonte Surjo Utheche Lyrics, Jagoroner Gaan – পূর্ব দিগন্তে সূর্য উঠেছে Lyrics, Purbo Digonte Surjo Utheche Mp3 Audio, Jagoroner Gaan Lyrics, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, Purbo Digonte Surjo Utheche Audio Lyrics, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে Lyrics, Purbo Digonte Surjo Utheche, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
No comments