Latest Lyrics

Habib Wahid – Tomar Chokhe Jol (তোমার চোখে জল) Lyrics

Habib Wahid – Tomar Chokhe Jol (তোমার চোখে জল) Lyrics


Habib Wahid – Tomar Chokhe Jol (তোমার চোখে জল) Lyrics


ও... অন্তরে... বাহিরে...
কুয়াশা ভেজা জোছনা,
পোড়ে রে এই মন পোড়ে ,
আর কিছুই কি তুমি বোঝো না...

এক ভুলে যাওয়া বিকেলের গান,
মনে পারে যাওয়া রোদ্দুর ঘ্রান,
তোমায় দিয়েছি তবু মিছেমিছি,
কেন তোমার চোখে জল?

ফিরে ফিরে আসে অসহায় এ রাত,
তুমি ছুড়ে দাও আকাশে দু হাত...
আমার আকাশে চাঁদ নেই তবু সারারাত,
তোমার চোখে জল...

অন্তরে... বাহিরে...
কুয়াশা ভেজা জোছনা,
পোড়ে রে এই মন পোড়ে,
আর কিছুই কি তুমি বোঝো না...

কালো রাত, কালো ছায়া, আবছায়া, মিছে মায়া,
কায়া শিহরিত কি তোমার ..?
এই রাত খোলা তারে, সেই হাত কড়া নারে,
বারে বারে হিয়া তোলপাড়...
ভুলে যাওয়া স্বপ্নেরা,ফেলে দেয়া আপনেরা,
গোপনে আবার ডেকে যায়...

তুমি বুঝি অগোছালো ,
চোখে চেয়ে এলোমেলো ,
ভালোবেসেছিলে এ আমায়...

ও.. অন্তরে, বাহিরে,
আমার এ মন দেউলিয়া ,
তোমাকেই রেখেছি খুব যতনে , সংগোপনে...

এক ভুলে যাওয়া বিকেলের গান,
মনে পারে যাওয়া রোদ্দুর ঘ্রান,
তোমায় দিয়েছি তবু মিছেমিছি ,
কেন তোমার চোখে জল ?

ফিরে ফিরে আসে অসহায় এ রাত,
তুমি ছুড়ে দাও আকাশে দু হাত...
আমার আকাশে চাঁদ নেই তবু সারারাত,
তোমার চোখে জল

অন্তরে... বাহিরে...
কুয়াশা ভেজা জোছনা,
পোড়ে রে এই মন পোড়ে,
আর কিছুই কি তুমি বোঝো না!

Tomar Chokhe Jol Mp3



Song Info:
Tomar Chokhe Jol
Habib Wahid

No comments