Latest Lyrics

Habib Wahid – Beporowa Mon (বেপরোয়া মন) Lyrics

Habib Wahid – Beporowa Mon (বেপরোয়া মন) Lyrics


Habib Wahid – Beporowa Mon (বেপরোয়া মন) Lyrics



ওরে মন বেপরোয়া কেন আজ
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ
জ্বলে গেল আজ মনের-ই তাঁরারা
সুখে মাতে হৃদয় কিনারা
ছুয়ে যাব তোকে আজ
তুই দিলেই সাড়া...

ওরে মন বেপরোয়া কেন আজ
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ...

ঘুমের দেশে চলনা ছুটে যাই
মেঘের শেষে তোকে যে খুজে পাই
আদর করে কাছে টেনে নিই সেই আমার
তোকে বিনা ভাল লাগে না আর
প্রেমের সীমা করেছি আমি পার
আদর করে কাছে টেনে নিই সেই আমার

জ্বলে গেল আজ মনের-ই তাঁরারা
সুখে মাতে হৃদয় কিনারা
ছুয়ে যাব তোকে আজ
তুই দিলেই সাড়া...

ওরে মন বেপরোয়া কেন আজ
একবার শোন
মুছে দিই প্রেমেরই লাজ...

Beporowa Mon – (বেপরোয়া মন) Mp3



Song Info:
Beporowa Mon – (বেপরোয়া মন)
Habib Wahid


Tags: Habib Wahid – Beporowa Mon (বেপরোয়া মন) Lyrics, Beporowa Mon Lyrics, Beporowa Mon Mp3 Audio, Habib Wahid Lyrics, বেপরোয়া মন লিরিক্স, বেপরোয়া মন Lyrics, Beporowa Mon audio lyrics, Beporowa Mon, বেপরোয়া মন

No comments