Latest Lyrics

Habib Wahid – Cholo Na (চলো না) Lyrics

Habib Wahid – Cholo Na (চলো না) Lyrics

Habib Wahid – Cholo Na (চলো না) Lyrics


বলোনা কীভাবে বলি তোমায়
করেছো পাগল প্রথম দেখায়
হয়েছি তোলপাড় অচেনা ঘোরে
তোমায় নিতে চাই আপন করে

চলোনা দুজনে কাছে আসি
চলোনা মেঘে মেঘে দূরে ভাসি
চলোনা কিছু না মেনে ভালোবাসি
চলোনা সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলোনা

আমাদের গল্প হবে রুপকথা
ছাড়িয়ে স্বপ্নেরই সীমানা
তুমি আমি যেন হবো নদীর মতো
বয়ে যাবো ছুঁয়ে ছুঁয়ে অজানা

তুমি ছাড়া চায়না কিছু এ মন
তোমাকে নিয়ে সব কল্পনা
হৃদয়ে আমি রাখব তোমায় সারাক্ষণ
তুমি ছাড়া এ মন কিছু না বোঝে না

না মন সেতো কোন
বাঁধা মানেনা যে এবার
তুমি হাত ধরে বলো পাশে থেকে বলো
ভালোবেসে কি হবে না আমার

বলোনা কীভাবে বলি তোমায়
করেছো পাগল প্রথম দেখায়
হয়েছি তোলপাড় অচেনা ঘোরে
তোমায় নিতে চাই আপন করে

চলোনা দুজনে কাছে আসি
চলোনা মেঘে মেঘে দূরে ভাসি
চলোনা কিছু না মেনে ভালোবাসি
চলোনা সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলোনা

Cholo Na – (চলো না) Mp3



Song Info:
Cholo Na – (চলো না)
Habib Wahid

No comments