Latest Lyrics

Khalid - Himaloy (হিমালয়) Lyrics

Khalid - Himaloy (হিমালয়) Lyrics


Khalid - Himaloy (হিমালয়) Lyrics



যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার, হারানোর ভয়

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা।
জানতেও পারবে না কেউ তা।।

প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়
প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়।
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা ।
জানতেও পারবে না কেউ তা।।

দল বেধে সব দুঃখ আসে মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির শুকোবে জেনেই তপ্ত রোদ হাসে।
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আনে অশুভ বারতা

কি ভুলে আমি এত সয়েছি এ ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা।
জানতেও পারবে না কেউ তা।।

যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার, হারানোর ভয়

কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা।
জানতেও পারবে না কেউ তা।।

Himaloy - হিমালয় Mp3



Song Info:
Himaloy - হিমালয়
Khalid

No comments