Artcell – Ei Brishti Bheja Raate Lyrics এই বৃষ্টি ভেজা রাতে
Artcell – Ei Brishti Bheja Raate Lyrics এই বৃষ্টি ভেজা রাতে
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে,
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না,
পাখি কেন গান গায় না,
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা?
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
কাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে যায়না,
মেঘের ভেলায় ভাসে না
ভেসে তুমি কেন আসোনা।
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
হৃদয়ের যত অনুভুতি আছে,
তারা তোমাকে চায়,
তারা তোমাকে চায়।
এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ফুলগুলো কেন হাসেনা,
হৃদয় দোলা দেয়না,
আবেশে তে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা।
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা?
Ei Brishti Bheja Raate এই বৃষ্টি ভেজা রাতে Mp3
Song Info:
Ei Brishti Bheja Raate এই বৃষ্টি ভেজা রাতে
Artcell
No comments