Lash (লাশ) Lyrics | Asif Akbar
Lash (লাশ) Lyrics | Asif Akbar
ইচ্ছে আমার অবসর দিলাম
তোমার ভুবন ছাড়িয়ে এলাম,
ইচ্ছে আমার অবসর দিলাম
তোমার ভুবন ছাড়িয়ে এলাম,,
আমায় দেখে জানি ভাবনি
একটি বারও তাকিয়ে দেখনি
হৃদয় কিভাবে লাশ করে নিলাম
হৃদয় কিভাবে লাশ করে নিলাম।
সব চাওয়া জীবনে পাওয়া যায় না
কিছু কিছু হাসি দেখে
মায়ার বাঁধনে তাকে বাধা যায় না,,
ও সব চাওয়া জীবনে পাওয়া যায় না
কিছু কিছু হাসি দেখে
মায়ার বাঁধনে তাকে বাধা যায় না।
তবু তোমায় নিয়ে আমি কেনো ভাবলাম
হৃদয় কিভাবে লাশ করে নিলাম
হৃদয় কিভাবে লাশ করে নিলাম
অবহেলার ফাঁকে কিছু ভালো লাগা
হাজারো পথের ভিরে
হাড়িয়ে যাওয়ার ভয়ে জরিয়ে রাখা,,
ও অবহেলার ফাঁকে কিছু ভালো লাগা
হাজারো পথের ভিরে
হাড়িয়ে যাওয়ার ভয়ে জরিয়ে রাখা,,
তবু শূন্য দু'হাত নিয়ে বিদায় নিলাম
হৃদয় কিভাবে লাশ করে নিলাম
হৃদয় কিভাবে লাশ করে নিলাম।
হৃদয় কিভাবে লাশ করে নিলাম।
Song Info:
Song : Lash
Singer: Asif Akbar
Lyrics: Prince Mahfuz
Music: Meer Masum
Tags: Lash (লাশ) Lyrics | Asif Akbar, Asif Akbar – Lash Lyrics, Asif Akbar – লাশ Lyrics, Lash Mp3 Audio, Asif Akbar Lyrics, লাশ, Lash Audio Lyrics, লাশ Lyrics, Lash, লাশ
No comments