Na Ferar Deshe (না ফেরার দেশে) Lyrics | Agun
Na Ferar Deshe (না ফেরার দেশে) Lyrics | Agun
মাগো দুষ্টুমি এখন আর করিনা
বাবা স্কুল পালিয়ে ঘুরি না
যদিও তোমাদের ছেলে আজ অনেক বড়
যত পারো মারো, বকাঝকা কর
আবার আমি একটু কাঁদতে চাই।
পারবে না জানি সে তো
না ফেরার দেশে চলে গেছো।
ফিরে আর কোনদিন জানি আসবে না
তোমরা না ফেরার দেশে চলে গেছো।
আজানা ঠিকানায় কেমন আছো
ভেবে ভেবে হৃদয় আমার,
স্মৃতিগুলো হয়েছে ব্যাথার পাহাড়
ঠিকানাটা কেমন ইচ্ছে জানার
কেঁদে কেঁদে দুচোখ আমার
গল্পটা হয়েছে কালো আঁধার।
পড়লে না কিছু তার
তোমরা না ফেরার দেশে চলে গেছো।
কষ্টের সাগরে দীর্ঘশ্বাস
থেমে থেমে হৃদয় বলে
কেন চলে গেলে আমার একা ফেলে
জিবনের গহীনে প্রশ্ন এলে
ভেবে ভেবে চোখের জলে
মানুষ হয়েছে আজ তোমাদের ছেলে
দেখলে না কিছু তার
কেন না ফেরার দেশে চলে গেলে।
মাগো দুষ্টুমি এখন আর করিনা
বাবা স্কুল পালিয়ে ঘুরি না
যদিও তোমাদের ছেলে আজ অনেক বড়
যত পারো মারো, বকাঝকা কর
আবার আমি একটু কাঁদতে চাই।
পারবে না জানি সে তো
না ফেরার দেশে চলে গেছো।
ফিরে আর কোনদিন জানি আসবে না
তোমরা না ফেরার দেশে চলে গেছো।
Song Info:
Song : Na Ferar Deshe
Singer: Agun
Lyrics: Zulfikar Zahedi
Tags: Na Ferar Deshe (না ফেরার দেশে) Lyrics | Agun, Agun – Na Ferar Deshe Lyrics, Agun – না ফেরার দেশে Lyrics, Na Ferar Deshe Mp3 Audio, Agun Lyrics, না ফেরার দেশে, Na Ferar Deshe Audio Lyrics, না ফেরার দেশে Lyrics, Na Ferar Deshe, না ফেরার দেশে
No comments