Shantona (সান্ত্বনা) Lyrics | Nisho, Tanjin Tisha
Shantona (সান্ত্বনা) Lyrics | Nisho, Tanjin Tisha | Tahsin Khan
হিজল গাছ থেকে,
ঝরবে হিজল ফুল।
বুড়িগঙ্গা বয়তে বয়তে,
ভাঙ্গবে তার দুই কূল।
নতুন ঠোটে শোভা,
পাবে নতুন নাম।
হয়তো লিখব চিঠি,
জানবে না রঙিন খাম।
আমি বিভিন্ন সান্তনায়,
যতটুকু পারা যায়,
রাখবো নিজেকে সামলে।
তুমি কাঁদছো ভেবে,
আমিও কাঁদবো তবে,
কখনও বৃষ্টি নামলে।
আমি বয়ে বেড়াবো,
তোমার সৃতির রুমাল।
এত করে চাই তবু,
ছিঁড়তে পারিনা মায়াজাল।
কখনো না কখনো তুমি বুঝবে,
হয়তো আমাকেই খুঁজবে,
মনে পরবে মন ভালো না থাকলে।
আমি বিভিন্ন সান্তনায়,
যতটুকু পারা যায়,
রাখবো নিজেকে সামলে।
তুমি কাঁদছো ভেবে,
আমিও কাঁদবো তবে,
কখনও বৃষ্টি নামলে।
Song Info:
Song : Shantona
Singer: Tahsin Khan
Lyrics: Shomeshwar Oli
Tags: Shantona (সান্ত্বনা) Lyrics | Nisho, Tanjin Tisha, Tahsin Khan – Shantona Lyrics, Tahsin Khan – সান্ত্বনা Lyrics, Shantona Mp3 Audio, Tahsin Khan Lyrics, সান্ত্বনা, Shantona Audio Lyrics, সান্ত্বনা Lyrics, Shantona, সান্ত্বনা
No comments